রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

ইসলামপন্থীদের ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে: মাওলানা জালালুদ্দিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম সাধারণ অধিবেশন শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের পরিচালনায় অধিবেশনের সূচনা হয় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমীর দারসুল কুরআনের মাধ্যমে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সকল আসনে প্রার্থী ঘোষণা করেছি। মহানগর দক্ষিণের প্রতিটি আসনে দাওয়াতি কার্যক্রম জোরদার করুন, সংগঠনকে মজবুত করুন এবং নির্বাচনের প্রস্তুতি নিন। তবে প্রয়োজনে ছাড় দেয়ার মানসিকতাও রাখতে হবে। সকল মত ও পথের ঊর্ধ্বে উঠে ইসলামপন্থীদের ঐক্য গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার আমাদের সংগঠনের ওপর নানাভাবে নিপীড়ন চালিয়েছে। আমাদের বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, ভয়ভীতি ও প্রলোভনের মুখেও আমরা ধৈর্য হারাইনি। বাতিলের মুখোমুখি হয়ে আমীরে মজলিসসহ কেউ মাথানত করেননি। সেই আপসহীনতা ও দৃঢ়তার ফলেই আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনের প্রতি গণমানুষের ভালোবাসার ঢল সৃষ্টি করেছেন। এখন আমাদের দায়িত্ব এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা শরীফুজ্জামান জসিম, মাওলানা ইমদাদ আশরাফ, হাফেজ শামসুল আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা কাজী সালেহ উদ্দিন, মাওলানা ইমদাদ বিন সায়েনুদ্দীন, মুহাম্মাদ জাবেদ হুসাইন; সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান; বাইতুল মাল সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান; প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দেলাওয়ার হুসাইন; প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর; অফিস সম্পাদক মুহাম্মাদ আ. রাজ্জাক; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন প্রতিটি থানার দায়িত্বশীলদের উপস্থিতিতে ছিলেন এবং ষান্মাসিক রিপোর্ট উপস্থাপন করে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ