রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়।

এর আগের দিন, শুক্রবার রাত ১০টায় সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি আবাসিক হল ও শহীদ মিনার এলাকা ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সমাবেশে সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, “একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করার মধ্য দিয়ে নৃশংসতা ও চাঁদাবাজির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। নতুন বাংলাদেশে এ ধরনের বর্বরতা আমরা মেনে নেবো না।

ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক সাফায়েত মীর বলেন,
“আমরা জুলুম, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে আগে যেমন আন্দোলন করেছি, এখনো করবো। যারা পুরনো ফ্যাসিবাদী রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তাদের একই পরিণতি হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন,
“আমরা সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসাথে চাঁদপুরে এক ইমাম ও খুলনায় যুবদল নেতাকে হত্যার বিচারও চাই। বিএনপি ও ছাত্রদল সবসময় বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার রয়েছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ