রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু আপনারা হতাশ করছেন : বিন ইয়ামিন  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আপনাদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু হতাশ করছেন। এ রকম মনোভাব নিয়ে ক্ষমতা পর্যন্ত যেতে পারবেন তো!

শনিবার (১২ জুলাই) রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ করায় এভাবে হুমকি দিচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাসহ তাদের কর্মীরা। ক্ষমতায় আসার আগেই যদি এ অবস্থা হয় ক্ষমতায় এলে কি করবেন ভাইয়েরা!’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনাই এত জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করে ভয় দেখাতে পারেনি বরং এখন নিজেই নাই হয়ে গেছে- আপনারা আর কি করবেন।’

এর আগে, শনিবার (১২ জুলাই) মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা বিএনপি পতনের জন্য মাঠে নামিনি। আমরা কারও শত্রু নই। কিন্তু ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি সন্ত্রাস, ধর্ষণ আর খুনের রাজনীতি করে, তবে সে দায় দলকেই নিতে হবে।

তিনি বলেন, যদি বিএনপিতে কোনো ভালো ছেলে ঢুকে একসময় ধর্ষণকারী হিসেবে বের হয়, তাহলে সে দায় শুধু ব্যক্তির নয় সে দলকেও দায় নিতে হবে। নেতারা যদি চাঁদার ভাগ নেন, তাহলে খুন ও ধর্ষণের দায় থেকেও তারা মুক্ত থাকতে পারেন না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ