রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

‘বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ বিএনপি আয়োজিত এক সভায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক মজনু পীর সাহেব চরমোনাইকে নিয়ে অশালীন, অশ্রাব্য ও সন্ত্রাসী স্টাইলে হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। 

প্রতিবাদ বার্তায় তিনি বলেন, রাজনীতিতে যৌক্তিক সমালোচনা করা একটা আর্ট ও সৌন্দর্য।  রাজনীতিতে সমালোচনা না থাকলে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হয়। দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতি ও চাঁদাবাজি নিয়ে পীর সাহেব চরমোনাই যৌক্তিক সমালোচনা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের যৌক্তিক সমালোচনা বিএনপিও করতে পারে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আদর্শিকভাবে মোকাবেলা না করে বিএনপি এখন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছ। 

তিনি আরও বলেন, বিএনপি চাঁদাবাজ ও দলীয় সন্ত্রাস নিয়ন্ত্রণ না করে অশালীন বক্তব্য দিয়ে পুরো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। দলীয় চাঁদাবাজ দমন করার পরিবর্তে বিএনপি এখন চাঁদাবাজবিরোধীদের দমনে লিপ্ত হচ্ছে। তার বক্তব্যে চাঁদাবাজরা উৎসাহিত ও আরও বেপরোয়া হয়ে ওঠবে।

তিনি আরও বলেন, মজনু সাহেবের বক্তব্যে পুরো জাতি আজ অবাক ও  বিস্মিত। আমরা আশা করবো বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ মজনুর বক্তব্য প্রত্যাহারের ব্যবস্থাগ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ