সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাতে তাকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। ইবনে শাইখুল হাদিস সেখানে কিছুটা সময় অবস্থান করে মাওলানা তাফাজ্জল হক আজিজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন। আমিরে মজলিসের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।

মাওলানা তাফাজ্জল হক আজিজ এক সময় খেলাফত মজলিসের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দেন। তিনি শাইখুল হাদিস পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সাবেক সভাপতি। গত ৫ জুলাই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা তাফাজ্জল হক আজিজকে।

পরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে সিসিইউতে রাখা হয় এবং সেখান থেকে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। তাই গত বুধবার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ