মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়: সালাহউদ্দিন আহমদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কোনো দক্ষিণপন্থি বা উত্তরপন্থি দল নয়, বরং এটি বাংলাদেশপন্থি বা মধ্যপন্থি দল। জাতীয় স্বার্থে দেশের সব রাজনৈতিক দল যেন একত্রিত হতে পারে এমন পরিবেশ সৃষ্টি করাই বিএনপির প্রধান কাজ।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক টেবিলে বসতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য সব রাজনৈতিক ধারা ও পন্থার সঙ্গে আলোচনা অব্যাহত আছে।”

সরকারের প্রতি প্রত্যাশা বেশি থাকলেও নানা বাধাবিপত্তি উপেক্ষা করে সরকারের অর্জিত পদক্ষেপকে ইতিবাচক উল্লেখ করেন সালাহউদ্দিন, তবে যোগ করেন, “জাতির আশা ছিল এর চেয়েও অনেক বেশি।” সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতাকেও তিনি সমালোচনা করেন।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিকে গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জাতি এই পদক্ষেপের জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে, যা বিএনপি সন্তোষজনক মনে করে। ভবিষ্যতে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার ভিশনই বিএনপির ভিত্তি হবে।”

তিনি আরও বলেন, “জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণের প্রত্যাশা ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্বয়ংক্রিয়ভাবেই গৌণ হয়ে যাবে।”

বিএনপির জোট প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, “তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে, তবে এখনো জোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ