রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
গাজায় একদিনে অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু, মোট ২১৭ দারুননাজাত একাডেমিতে ফার্স্ট ইংলিশ কার্নিভাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জহিরুল উলুম মহিলা মাদরাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহাসিক পাগলা মসজিদে হবে ১০ তলা দৃষ্টিনন্দন ভবন: ধর্ম উপদেষ্টা ১৪ আগস্ট থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার নির্দেশনায় দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধন ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা রাশিয়ার সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ নোয়াখালীতে আগুনে পুড়ল ১১ দোকান ও ১ কারখানা

জুলাই সনদ ও পিআর নিয়ে সুরাহা না করেই নির্বাচন আয়োজনে উদ্বেগ: ইসলামী আন্দোলন বাংলাদেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ৭ আগস্ট এক বিবৃতিতে জানান, ২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রধান দাবির মধ্যে থাকা সংস্কার বিষয়গুলো এখনো সুরাহা হয়নি। যদিও সংস্কার নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, তবে জুলাই সনদ, যা ঐ অভ্যুত্থানের আইনী রক্ষাকবচ হিসেবে বিবেচিত, তা এখনও ঘোষণা করা হয়নি এবং তার সময়সীমাও অনিশ্চিত।

তিনি বলেন, "জুলাইয়ের প্রধান দাবিগুলোর মধ্যে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধে নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, এমনকি এজেন্ডাও তোলা হয়নি। সংস্কার অসম্পূর্ণ ও অনিশ্চিত অবস্থায় রেখে সরকার দ্রুত নির্বাচন আয়োজনের জন্য মরিয়া।"

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, "আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের উপর জোর দেওয়া হয়েছে, যা আমরা স্বাগত জানাই। তবে একই সঙ্গে এটি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপগুলোকে উপেক্ষা করার আশঙ্কা তৈরি করেছে। ৫ আগস্ট ঘোষণার পর এই দিনটিকেই সংস্কারের জন্য সবচেয়ে নিকষ দিন বলে আমরা মনে করি।"

তিনি উল্লেখ করেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ৫ আগস্টের ঘোষণার পরে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার এবং সেই ভিত্তিতে নির্বাচন করার দাবি করেছে। এছাড়া পিআর পদ্ধতির যৌক্তিক সমাধান ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ওপরও গুরুত্বারোপ করেছে।

"আমরা আশা করেছিলাম আজকের বৈঠকে এসব উদ্বেগ ও প্রস্তাবনাকে গুরুত্ব দেয়া হবে। কিন্তু হতাশার বিষয় হলো, উপদেষ্টা পরিষদ প্রধান রাজনৈতিক দলগুলোর উদ্বেগ উপেক্ষা করে নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে, যা জাতির জন্য হতাশাজনক।" – যোগ করেন তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "বর্তমান সরকার একটি নির্বাচনকালীন সরকার নয়, বরং এটি গণঅভ্যুত্থানের ফলে গঠিত সরকার। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেজন্য দ্রুত জুলাই সনদ ঘোষণা ও তার আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতেই নির্বাচন আয়োজন করতে হবে।"

তিনি সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, "জুলাই সনদ সম্পর্কে সঠিক পদক্ষেপ না নিলে তা জাতির জীবনে জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তি অপরিহার্য করে তুলবে।"

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ