মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের ক্ষোভ ও নিন্দা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) সংবাদ মাধ্যমের প্রেরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছে। 

বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার নিকটবর্তী স্থানে সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু নির্মম নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার প্রতিচ্ছবি। এ মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি বলেন, “তুহিন সাহেব সাংবাদিকতা পেশার দায়িত্ব পালনকালে সমাজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছিলেন। শুনেছি, হত্যার কয়েক ঘণ্টা আগে তিনি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এরপরই তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো—এটি অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা গণমাধ্যমের কণ্ঠও রক্তাক্তভাবে স্তব্ধ করে দিতে দ্বিধা করছে না।”

মহাসচিব বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় অপরাধের প্রশ্রয়, বিচারহীনতা এবং দুর্বৃত্তদের রাজত্বের কারণে দেশে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। যেখানে সংবাদকর্মী হত্যার মতো ভয়াবহ ঘটনা প্রকাশ্যে ঘটছে, সেখানে সাধারণ নাগরিক কতটা নিরাপদ—তা সহজেই অনুমেয়।”

তিনি আরও বলেন, “সমাজে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের যে ভয়ংকর বিস্তার ঘটেছে, তা রোধ করা না গেলে এমন হত্যাকাণ্ড আরও বাড়বে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে দায় এড়ানোর সুযোগ নেই।”

মাওলানা জালালুদ্দীন আহমদ অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি সমাজের বিবেকবান মানুষদের নিয়ে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যাপক সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ