মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

‘ফ্যাসিবাদ রুখতে আলেমদের ঐক্যের বিকল্প নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থেমে নেই, তাদের ‍রুখতে দেশের আলেম সমাজের ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফেনীতে হেফাজতে ইসলাম আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, যেকোনো মূল্যে দেশের সকল মতের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যাতে আরেকটি ফ্যাসিস্ট শক্তি তৈরি না হয়, সেদিকে ধর্মপ্রাণ সকল মুসলিমকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ইসলামাবাদী বলেন, ফ্যাসিস্টের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। উলামায়ে কেরামরা হচ্ছেন দেশের সুসন্তান। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না।

২০১৩ সালে শাপলা চত্বর ও ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। 

হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন হেফাজতে ইসলাম ফেনী জেলার সহসভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা আনোয়ার উল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব, দাগনভূঁইয়া উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান, জুলাই বিপ্লবে শহীদ শ্রাবনের পিতা নেসার উদ্দীন, শহীদ ইকরামের বাবা মাওলানা আনোয়ার হোসাইন, জুলাই সংগঠক মোহাইমিন তাজিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফেনী জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এছাড়া সভায় হেফাজতের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। 
অনুষ্ঠানে জুলাই অভ্যূত্থানে দুই শহীদের পরিবার, দুজন আহত যোদ্ধা, শাপলা চত্বরে দুই শহীদের পরিবার ও আহত ১০ জনকে নগদ অর্থ ও উপহার দেওয়া হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ