শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন 

স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে কখনো আপোষ করা হবে না। অতীতে করা হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে বাবর বলেন, “দলকে যারা ভালোবাসেন, দলের আদর্শে বিশ্বাস করেন, তাদের অবশ্যই কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের কঠিন পথ অতিক্রম করতে হবে। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে দলের শক্তি বাড়াতে হলে সবার আগে নিজেদের সৎ থাকতে হবে। অন্যায় কাজে জড়াব না, অন্য কাউকেও জড়াতে দেব না। কেউ অন্যায় করলে তা জানাতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে বাবর বলেন, আওয়ামী সরকারের দমন-পীড়নে দেশনেত্রীর এক ছেলে মৃত্যুবরণ করেছেন। আরেকজন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করছেন।

তারেক রহমানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রতিটি অঞ্চলে দল ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করেছেন তিনি। বিএনপি আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।”

নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে বাবর বলেন, “আমাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল। কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি মুক্ত। দীর্ঘ প্রায় ১৮ বছর সংগ্রামে টিকে আছি।”

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনি নিজ নির্বাচনী এলাকায় আসেন। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেন এবং দুপুরে খালিয়াজুরীতে যোগ দেন।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ