বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

সংস্কার ছাড়া নির্বাচন নয় : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন নয় গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষাকে মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

রবিবার (২৪ আগস্ট) তিন দিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে ও পরবর্তীতে প্রবাসী সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাঁথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়া।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি- সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প, আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, গুজব।

নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছে। তাই সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি, এনসিপির যুগ্ম সদস্য সচিব, আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, আলমগীর চৌধুরী আকাশ।

এর আগের দিন শনিবার (২৩ আগস্ট) প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ বলেন, ‘রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে। নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে, কিন্তু গণ-অভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব।

তিনি আরো বলেন, ‘এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের আগের যেকোনো গণ-আন্দোলনের চেয়ে ভিন্ন। এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। তরুণদের উত্থান ঘটেছে। গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে। এখন একটা অনিশ্চয়তার জায়গা দাঁড়িয়েছে যে সংস্কার হবে, নাকি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা নতুন সংবিধান চাই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ