সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচনের বিরোধিতা বা বয়কট করবে, তারাই ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। মাঠের রাজনীতির জবাব মাঠেই দেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দু-একটি দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, যা তাদের কৌশল হতে পারে। বিএনপি বিশ্বাস করে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এর বিপক্ষে অবস্থান নিলে সেই শক্তিগুলো রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না।

সালাহউদ্দিন জানান, বিএনপি জুলাই সনদের কিছু অংশ অযৌক্তিক মনে করে। তবে বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে। সংবিধানের ঊর্ধ্বে কোনো প্রস্তাব বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কোনো দল চাইলে নির্বাচনে অংশ না নিতে পারে, এটিই তাদের স্বাধীনতা। তবে অজুহাত দেখিয়ে বয়কট করলে তারা নিজেরাই ভবিষ্যৎ রাজনীতি থেকে বাদ পড়বে।

জোট প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের আগে জামায়াতের সাথে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তারা বিএনপির সাথে থাকতে পারেন। কয়েকটি ইসলামী ঘরানার দল ও অন্যান্য আন্দোলনকারী শক্তির সাথেও আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ