শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: সেলিমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়। বর্তমানে কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অঙ্গসংগঠন জাসাস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রাজপথে নেমেছিল। সেদিন শিশু ও ছাত্রদের হত্যা করা হয়েছিল, যার দায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারকেই নিতে হবে। সে আন্দোলনের চাপেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যদিও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা শিল্পী হয়েও সমাজের বাস্তব চিত্র ও জনগণের অধিকার তুলে ধরেননি। শিল্পচর্চার মাধ্যমে সাধারণ মানুষের জীবন, তাদের দুঃখ-আকাঙ্ক্ষা প্রকাশ করতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায়। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের নেতৃত্ব দেন এবং স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় ১৮ বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কিন্তু কখনো আপস করেননি।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতিত হয়েছে।

মানববন্ধন শেষে জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথুন বাবু ঘোষণা দেন, আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা-সচিবালয় থেকে ফ্যাসিস্টদের সরানো না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এ সময় সাংস্কৃতিক কর্মী শিবা শানুসহ অভিনয়, নাট্য ও চলচ্চিত্র শিল্পীরাও উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ