বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

বিএনপি নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং সদস্য ফরম পূরণ করেন।

জানা গেছে, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষকদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিক মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের অসৌজন্যমূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করেন।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, বিএনপিতে নিয়ম-শৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি হয়ে আছেন। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার সুযোগ নেই। তাই বিএনপি থেকে সরে এসে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যোগ দিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। আমাদের আদর্শে যারা বিশ্বাসী, তারা স্বতঃস্ফূর্তভাবে দলে যোগ দিচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ