বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

চবি ও রাবিতে হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (৩০ আগস্ট) গভীর রাত থেকে রোববার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দাদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই সহিংস ঘটনায় প্রো-ভিসি ও প্রক্টরসহ অন্তত ৩৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক নারী শিক্ষার্থীকে স্থানীয় ভবনের দারোয়ান মারধর করার জেরে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ক্যাম্পাসের শান্ত পরিবেশ ভেঙে যায় এবং রোববার দুপুর পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

আজ ৩১ আগস্ট'২৫ রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাঙ্গন হলো জ্ঞান ও শান্তির স্থান। অথচ শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের এ বর্বরোচিত হামলা অগ্রহণযোগ্য ও অমানবিক। শিক্ষার্থীদের নিরাপত্তা বিপন্ন করে তোলা জাতীয়ভাবে লজ্জাজনক।

নেতৃবৃন্দ আরও বলেন - এ ধরনের হামলা কেবল শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে না, বরং সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। শিক্ষার্থীদের ওপর হামলা যে কোনো সভ্য সমাজেই অগ্রহণযোগ্য। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়া হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং শিক্ষাঙ্গনের শান্ত পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। একই সাথে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তদন্তপূর্বক কঠোর শাস্তির প্রদানের দাবি করছে। যাতে করে আর কোন ক্যাম্পাসে কেউ সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার সাহস না করে।

নেতৃবৃন্দ আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে ছাত্রদল ফর্ম বিতরণে বাধা ও ভাঙচুর করেছে, যা রাকসু নির্বাচন বানচালের অংশ হিসেবে দেখা হচ্ছে। আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাসময়ে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা হারাবে। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মুক্তমত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, রাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজন করতে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করতে, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে হবে। পাশাপাশি আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানাই।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ