শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা জাতীয় ঐক্য বজায় রাখা ও বিভাজন উসকে না দেওয়ার আহ্বান জানিয়ে আসছি। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিয়েই পরাজিত শক্তি এ ধরনের হামলার সাহস পাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটির একটি সেমিনার শেষে মাহফুজ আলমের গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা চালান। বাংলাদেশ হাইকমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শেষে হাইকমিশনের গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে পুলিশের হস্তক্ষেপে হামলার চেষ্টা ব্যর্থ হয়। যদিও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না; তিনি অন্য একটি গাড়িতে নিরাপদে স্থান ত্যাগ করেন।

পরে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ