শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, নিহত আরও ১৪ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফার ইন্তেকাল আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু

‘মানবাধিকার কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ২৭ সেপ্টেম্বর, শনিবার এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদনের কথা শুনে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এতে স্পষ্ট বুঝা যায়  জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না।অথচ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন মানবাধিকার কমিশন সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ; এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে বলে তিনি মন্তব্য করেন। 

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, যে সকল দেশে মানবাধিকার কমিশন রয়েছে সেখানেই তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি।বিশেষ করে, ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা দিতে এবং সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নারী শিশুদের হত্যার দৃশ্য  দেখে মানবাধিকারের কথা তাদের মনে আসে না। 

তিনি আরও বলেন, এই দেশে মানবাধিকার কমিশন স্থাপনের নামে ভিন্ন সংস্কৃতি, চিন্তা মানুষের মগজে দেয়ার পায়তারা।প্রধান উপদেষ্টার “গণতান্ত্রিক অন্তর্ভূক্তি মূলক বহুত্ববাদী সমাজ গড়ে তোলার মিশনে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কে এনেছি” এই বক্তব্য তাই প্রমাণ করে। এ দেশের মানুষ  ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে লালন করে আসছে; পশ্চিমা অপসংস্কৃতি চাপিয়ে দিলে এদেশের মানুষ ঘরে বসে থাকবে না। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ