বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বাধীন ইনস্টিটিউশন গঠনের নির্দেশ খালেদা জিয়াকে কটূক্তি, মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন তুরস্কে শতাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা বেশি মুসলিম ভর্তি করায় উগ্র হিন্দুদের বিক্ষোভ, বাতিল হলো অনুমোদন এবার ভোটের জন্য আর্থিক সহায়তা চাইলেন আব্দুল হান্নান মাসউদ তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলেন শিক্ষা কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, ১৪ কর্মকর্তা বদলি সভ্য রাষ্ট্রে নাগরিক হত্যা ও গণকবর কল্পনাতেও অসম্ভব দেশের ৩৫ জেলায় শনাক্ত ভয়ংকর ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা

লাউতায় জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সমর্থনে উঠান বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিজলরটুক গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব সিরাজুল ইসলাম ছদরুল।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, “আমি উন্নয়নের ১০ দফা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। আগেও মানুষের কল্যাণে কাজ করেছি, আগামীতেও সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য।

বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ খেজুরগাছ মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জনাব মানিক উদ্দিন, জনাব হারুন আহমদ, জনাব আব্দুল মান্নান, জনাব আব্দুল হাসিব, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মারুফুল হাসান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শরীফুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুস্তাফা আল মাশহুদ শাহীন, জনাব আলী হোসেন মহরীর, আব্দুল হাসনাত, আব্দুশ শহীদ, আব্দুস সালাম, আব্দুর রহমান, খালেদ আহমদ, আব্দুস সুবহান, সুনাম আলী, জসিম উদ্দিন, মাস্টার সুমন আহমদ, জনাব ফরিদ উদ্দিন, মাওলানা গোলাম রাব্বানী মাসুম, ইমরান হাসিব, আব্দুল কাইয়ুম তারেক, আবু সাইদ, হালিম মাহমুদ প্রমুখ।

বৈঠক শেষে হিজলরটুক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ