বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বাধীন ইনস্টিটিউশন গঠনের নির্দেশ খালেদা জিয়াকে কটূক্তি, মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন তুরস্কে শতাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা বেশি মুসলিম ভর্তি করায় উগ্র হিন্দুদের বিক্ষোভ, বাতিল হলো অনুমোদন এবার ভোটের জন্য আর্থিক সহায়তা চাইলেন আব্দুল হান্নান মাসউদ তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলেন শিক্ষা কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, ১৪ কর্মকর্তা বদলি সভ্য রাষ্ট্রে নাগরিক হত্যা ও গণকবর কল্পনাতেও অসম্ভব দেশের ৩৫ জেলায় শনাক্ত ভয়ংকর ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা

স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারাই ধোঁকা দিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সকল স্তরের জনগণ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।সারা দেশের মানুষ জামায়াত ভোট দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে।এদেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এদেশের মানুষের ভাগ্যর উন্নয়ন করার জন্য। স্বাধীনতার পরবর্তীতে যারাই এদেশের ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ধোকা দিয়েছে। আপনাদের টাকায় তারা বিদেশের মাটিতে আখের গুছিয়েছে।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে জীবনযাপন করবে।এদেশ থেকে চিরতরে সুদ বন্ধ হয়ে যাবে।জীনা-ব্যাবিচার বন্ধ হয়ে যাবে।দেশটা সতিকাআর্থে সোনার বাংলার রুপান্তর হয়ে যাবে।

অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন ,চোর কখনো চায় রাড়ির মালিক জেগে থাক তেমনি যারা এদেশের মানুষের সম্পদ লুটপাট করে খায়,তারা কখনো চায় জামায়াতে ইসলামী এদেশে নির্বাচনে অংশগ্রহণ করুন।তিনি বলেন,আপনারা সারা দেশের চিত্র দেখছেন এদেশের তরুন যুবক এবং প্রথম ভোটাররা জামায়াতে ইসলামীকে দেওয়ার জন্য জোট বেঁধেছে, সেই জোটের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোড়গাছা ইউনিয়ন শাখার উদ্যােগে শুক্রবার বিকাল ৪টায় শিচারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন সভাপতি মো: ইউনুস আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক  মাওলানা রবিউল ইসলাম,সহকারী সেক্রেটারি অ্যাডভোকোট দলিলুর রহমান,উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল,শহিদুল ইসলাম,মাওলানা ইউসুফ, মাওলানা মাহিদুল ইসলাম প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ