বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বাধীন ইনস্টিটিউশন গঠনের নির্দেশ খালেদা জিয়াকে কটূক্তি, মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন তুরস্কে শতাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা বেশি মুসলিম ভর্তি করায় উগ্র হিন্দুদের বিক্ষোভ, বাতিল হলো অনুমোদন এবার ভোটের জন্য আর্থিক সহায়তা চাইলেন আব্দুল হান্নান মাসউদ তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলেন শিক্ষা কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, ১৪ কর্মকর্তা বদলি সভ্য রাষ্ট্রে নাগরিক হত্যা ও গণকবর কল্পনাতেও অসম্ভব দেশের ৩৫ জেলায় শনাক্ত ভয়ংকর ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা

৩ দিন নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করলেন জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তার নিজ এলাকা নীলফামারী-১ সংসদীয় আসন ডোমার ও ডিমলায় টানা ৩ দিন সাংগঠনিক বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেছেন। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের সাংগঠনিক কার্যক্রমগুলো ছিল সুশৃঙ্খল ও অর্থবহ।

১ অক্টোবর ডোমার উপজেলার সোনারায়ে অনুষ্ঠিত হয় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। উপজেলার অন্তর্গত ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের একজন কিংবা একাধিক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা হয় এই প্রোগ্রামে। সকাল ১০টায় আরম্ভ হওয়ার কথা থাকলেও মুষলধারে বৃষ্টি হওয়ায় শুরু করতে হয় জোহরের পর, চলে আসর পর্যন্ত।

পরের দিন ২ অক্টোবর একই প্যাটানে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ডিমলা উপজেলার পূর্ব  ছাতনাই ইউনিয়নে। এ দিনে অবশ্য আবহাওয়া ভালো থাকায় যথাসময়ে শুরু করতে কোনো সমস্যা হয়নি। উভয় দিনের প্রোগ্রামে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী দীর্ঘ সময় বক্তব্য রাখেন। সুযোগ রাখা হয় প্রশ্নোত্তর পর্বের। পূর্বপরিকল্পিত এই প্রোগ্রাম দুটিতে আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী। ডোমারের প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

উপস্থিত ছিলেন, জনাব গোলাম আরশাদ, মুফতী মাহমূদ বিন আলম, আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, আলহাজ্ব হুরমুজ আলী, আলহাজ্ব গিয়াসউদ্দিন মেম্বার, মাওলানা একরামুল হক্ব,মাওলানা জাহিদ হাসান, যুবনেতা জাহিদুল ইসলাম ও ডোমার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সফিয়ার রহমান। ডিমলায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, প্রভাষক জনাব হাসিনুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী ও হাফেজ খায়রুলসহ আগত ওয়ার্ড প্রতিনিধিগণ।

জমিয়ত মহাসচিব মেয়াদ শেষ হওয়ায় ১লা অক্টোবর বুধবারের সম্মেলন শেষে ডোমার উপজেলা কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত দায়িত্বশীলদের সাথে দীর্ঘ বৈঠক করে ১১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন। এর আহবায়ক করা হয় প্রিন্সিপাল আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে, সদস্যসচিব করা হয় মাওলানা জাহিদকে। পরবর্তীতে মহাসচিব সাহেব উক্ত আহবায়ক কমিটিকে একটি সুন্দর কাউন্সিল উপহার দেওয়ার জন্য ১ মাসের সময়সীমা বেঁধে দেন।

গত ১১ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে ডোমার উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল। উপজেলার যুব ইউনিটকেও নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। একই পন্থায় পর্যায়ক্রমে অন্যান্য উপজেলারও সাংগঠনিক স্ট্রাকচার মজবুত করে তারপর জেলা জমিয়তের কাউন্সিলের সময়সীমা ঠিক করার চিন্তা করা হচ্ছে। এ সব সাংগঠনিক প্রোগ্রামের ফাঁকে জমিয়ত মহাসচিব বেশ কিছু সুধিজনের সাথে একান্তে মতবিনিময়ও করেন। সবশেষে আজ ৩রা অক্টোবর মহাসচিব সাহেব পূর্বনির্ধারিত প্রোগ্রামসূচীর আলোকে জুমার নামাজে ইমামতি করেন বামুনিয়ার নির্মাণাধীন পাটোয়ারী পাড়া জামে মসজিদে। বিকেলে নবগঠিত আহবায়ক কমিটিসহ যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ