বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বাধীন ইনস্টিটিউশন গঠনের নির্দেশ খালেদা জিয়াকে কটূক্তি, মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন তুরস্কে শতাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা বেশি মুসলিম ভর্তি করায় উগ্র হিন্দুদের বিক্ষোভ, বাতিল হলো অনুমোদন এবার ভোটের জন্য আর্থিক সহায়তা চাইলেন আব্দুল হান্নান মাসউদ তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা খেলেন শিক্ষা কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, ১৪ কর্মকর্তা বদলি সভ্য রাষ্ট্রে নাগরিক হত্যা ও গণকবর কল্পনাতেও অসম্ভব দেশের ৩৫ জেলায় শনাক্ত ভয়ংকর ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা

পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজদের আড্ডাখানা হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন, দেশে পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর দূর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয়।দেশে ফের স্বৈরাচারের জন্ম নিবে, জনগণের অধিকার হরণ হবে।তিনি তাঁর বক্তব্যে বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব  মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু।

বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং স্বাধীনতার স্বার্থ রক্ষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে।

গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উক্ত গণ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ  জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ- সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ ০৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি পদপ্রার্থী   মুফতী শহীদুল ইসলাম পলাশী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ