বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
উত্তরের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে 

সড়কের গর্তে মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবীদ্বার–চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে যোগ দেন এলাকাবাসীরাও।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় তিনি এ অভিনব প্রতিবাদ করেন।

স্থানীয়রা জানান, দেবীদ্বার–চান্দিনা শুধু দুইটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ভাঙা আর গর্তে ভরা এই সড়ক অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি প্রচুর জমে থাকে। এতে দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ চলাচল করে। কয়েক দিন আগে এই রাস্তায় একজন মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন—মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবীদ্বারের রাস্তা–ঘাট এত খারাপ হচ্ছে দিন দিন যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো অবস্থা। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—তাতে যদি কিছু হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ