বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বিশাল অর্জনকে ধরে রাখতে হলে আমাদের ইসলামি শক্তিকে আরও সচেতনতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা নবী করিম (সা.)-এর আদর্শ, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের আদর্শকে ধারণ করি। দেশের আপামর জনগণ এই আশা আকাঙক্ষা লালন করে। তারা চায় আমরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে যেন কাজ করি। খেলাফত মজলিস এই ঐক্যবদ্ধ প্লাটফর্মের জন্য জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আগামী নির্বাচনে করে নির্বাচন করা। যদি সম্ভব হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ।’ 

খেলাফত মজলিস লন্ডন মহানগর সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (৫ নভেম্বর) খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে ইস্ট লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদের সালেহ, যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, ইউরোপ জোনের সহকারি পরিচালক মাওলানা শওকত আলী, আলহাজ্ব আব্দুল মুকিত আজাদ।

খেলাফত মজলিস লন্ডন মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ ও সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সীরাত সম্মেলনে অতিথি বক্তব্য পেশ করেন যুক্তরাজ্য সাউথ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান, নর্থ শাখা সহ-সভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শাইখুল হাদিস আব্দুর রহমান মনোহরপুরী, লন্ডন মহানগর শাখা সভাপতি শেখ ইমদাদুর রহমান আল মাদানী, জামিয়তে উলামা ইসলাম ইউরোপের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বশীল মাওলানা মিসবাহুজ্জামান হেলালি, খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবির, সাউথ শাখা সহ সাধারণ সম্পাদক মাও আব্দুল করিম, আব্দুল করিম ওবায়েদ, মাও তায়িদুল ইসলাম, মাও আতাউর রহমান জাকির, হাফিজ কামরুল হাসান, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, হাফেজ আব্দুল কাদির, বার্মিংহাম শাখা সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, ক্যামব্রিজ শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দিন, সাউথ এন্ড শাখা সভাপতি মাওলানা আশরাফুল মাওলা, লুটন শাখা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, লন্ডন মহানগর সহ-সভাপতি মাওলানা নুফাইছ আহমদ, মাওলানা আনিসুর রহমান, শায়খ রুম্মান আহমদ, মাওলানা আব্দুল খালেক শাহেদ, মাওলানা মু তাসনিম বিল্লাহ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকারিয়া আহমদ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ