শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হুদাদুর্গাপুর ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার “হুদাদুর্গাপুর ছাত্র সংগঠন”।

গত শুক্রবার (৫ জুলাই) হুদাদুর্গাপুর গ্রামের রাস্তা পার্শ্বে, মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে একাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন সংগঠনটি। এর মধ্যে তেতুল, নিম, বরই, আম ও ফুল গাছ উল্লেখ্যযোগ্য।

এ সময় সংগঠনটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সদস্য বাবুল হোসেন, আব্দুল্লাহ, শামিম হোসেন, রবিন হোসেন, সাব্বির হোসেন, রনি আহমেদ, সোহাগ হোসেন, আলিফ হোসেন, শাওন মিয়া, রাফসান হোসেন, ইনান হোসেন,রাজিব হোসেন প্রমুখ।

সংগঠনটির সদস্য মো. সজিব হোসেন বলেন, "সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দৃষিকোণ থেকে দেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আমাদের সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আশা করি, এর ধারাবাহিকতায় সামনে আরো ব্যাপকভাবে এ কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা, গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর মানোন্নয়ন, সুবিধা বঞ্চিতদের বিদ্যালয়মুখী ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মেধাবী ছাত্রদের নিয়ে ২০১১ সালে সংগঠনটি প্রাতিষ্ঠা লাভ করে।

বর্তমানে সংগঠনটি 'মানবতার সেবায় নিয়োজিত' এ মূলনীতিকে সামনে রেখে দারিদ্র মানুষের চিকিৎসা ,অসহায় ও এতিমদের বিবাহ কার্য সম্পাদনে আর্থিক সহায়তা, দারিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্রদান, ধর্মপ্রাণ জনতার মধ্যে সম্প্রীতির লক্ষ্যে পবিত্র মাহে-রমজানে ইফতার মাহফিল আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে অনুপ্রেরণাদায়ক পুরস্কার বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন প্রকার মানবোন্নয়মূলক কাজ করে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ