শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসিতে ৬৪৫ আপিল, শুনানি আজ থেকে বিশ্বজয়ী ও কৃতি হাফেজদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর শেষ দরস তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসে গমনেচ্ছু এবং বর্তমান প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানামুখী সংকট, আইনি জটিলতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবার ভাঙনের কারণ-উত্তরণসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের আস-সুন্নাহ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৪৮টি দেশে কর্মরত বাংলাদেশের ৫৪ জেলা থেকে সাড়ে চারশো রেমিট্যান্স যোদ্ধা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খ্যাতনামা আলেম শায়খ আহমাদুল্লাহ ‘প্রবাস থেকে পরিবার ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়া মুসলিম আইডেন্টিটি সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন মিরপুর পল্লবী মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, প্রবাসীদের সরকারি সুযোগ-সুবিধা ও আইনি সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহীদুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন, প্রবাসীদের আইনি সুরক্ষা বিষয়ে আলোচনা করেন সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক কাউন্সিলর ও উপসচিব আরিফুজ্জামান, প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেন সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ এবং সঠিক অর্থ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহম্মেদ।

প্রবাসীদেরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বলে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘দেশের অর্থনীতি যাদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে, তারা হলেন আমাদের প্রবাসী ভাইয়েরা।’

প্রবাসীদের পরিবার পরিচালনা ও সন্তান লালনপালনের দিকনির্দেশনায় শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘দুনিয়ার সামান্য সম্পদ উপার্জনের পেছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের আসল সম্পদ—পরিবার ও সন্তানদের অবহেলা না করি। মনে রাখবেন, টাকা দিয়ে সুখের উপকরণ কেনা গেলেও সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে প্রকৃত সুখী হওয়া সম্ভব নয়।’

কর্মশালায় অংশগ্রহণকারী ফেনী থেকে আগত সৌদি প্রবাসী মো. মনিরুজ্জামান প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদি ঋণের পরিবর্তে সুদমুক্ত ঋণ চালুর দাবি জানান। এ সময় উপস্থিত প্রবাসীরা সমস্বরে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানান। কর্মশালায় শায়খ আহমাদুল্লাহ প্রবাসীদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বিষয়টি বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে হলে সুদভিত্তিক ঋণের পরিবর্তে বিকল্প সুদমুক্ত অর্থায়ন ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা জরুরি। এতে প্রবাসীরা যেমন আর্থিকভাবে স্বস্তি পাবেন, তেমনি তাদের স্বাবলম্বীকরণও টেকসই হবে।’

কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রবাসীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নাস্তা, মধ্যাহ্নভোজ এবং বিশেষ গিফট প্যাক প্রদান করা হয়। অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ ঘোষণা করেন, প্রবাস ফেরত ব্যক্তিদের স্বাবলম্বীকরণ ও তাদের আত্মনির্ভরতার পথ সুগম করার লক্ষ্যে শিগগিরই বিশেষ উদ্যোগ গ্রহণ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ