রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭


বাজিতপুর ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো হিফয শিক্ষক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে এবং বাজিতপুর ইসলামী কমপ্লেক্সের সহযোগিতায় ২১শে মে থেকে ২৭শে মে পর্যন্ত সাত দিনের হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্স বাজিতপুর ইসলামী কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা আব্দুল হক। আরও প্রশিক্ষক হিসেবে ছিলেন হাফেয কারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক মাওলানা আব্দুল কাদের হাফি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণ তাদের হিফয দক্ষতা ও পদ্ধতি সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শাইখুল কুররা আব্দুল হক হাফিজাহুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিতপুর ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি শাইখুল হাদীস আব্দুল আহাদ এবং বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্দুস সোবহান আযহারী।

বাজিতপুর ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, প্রতিবছর এই হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে, যাতে দেশে ও বিদেশে হিফয শিক্ষা ও প্রশিক্ষণ বৃদ্ধি পায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ