বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

দাবি মানল ইসরায়েল, অনশন ভাঙলো ৪০০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israelআওয়ার ইসলাম: ইসরায়েলের কারাগারে বন্দি ৪০০ ফিলিস্তিনি আজ অনশন ভেঙেছে। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে অনশন করছিল। গতকাল এক রিপোর্টে এই অনশন আরো বাড়ার কথা জানা গিয়েছিল। তবে  ইসরায়ের সরকারের বিপক্ষে শেষ পর্যন্ত জয় হলো এসব ফিলিস্তিনির।
ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিস্তিনি বন্দিরা তিনটি প্রধান কারাগারে আটক রয়েছে। কিন্তু কারগারগুলোর অবস্থা ও পরিবেশ এবং আনুষঙ্গিক বিষয়াদি এতটাই নাজুক ছিল যাতে অবস্থান করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে বন্দিরা দাবি আদায়ে অনশনে নামে।
শেষ পর্যন্ত ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ রবিবার তাদের দাবি মেনে নেয়ায় বন্দীরা অনশন ভেঙেছেন।
ইসরায়েল সরকার অনশনরত এই বন্দিদের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে।চুক্তিগুলোর মধ্যে রয়েছে, বন্দীদের নগ্ন করে দেহতল্লাশি করা হবে না, নাফহা কারাগারের পরিবেশ উন্নত করা হবে, বিশেষ করে প্রতি সেলে বন্দীর সংখ্যা কমানো হবে।
চুক্তিতে আরো রয়েছে, হামাস বন্দীদের সর্বোচ্চ সংস্থার প্রধান মোহাম্মদ এরমান এবং বদলি হওয়া অন্য বন্দীদের তিন মাসের মধ্যে নাফহা কারাগারে ফিরিয়ে  আনা হবে। এছাড়া যেসব বন্দী অন্য কারাগারে বদলি হতে চায় তাদের আবেদনও গ্রহণ করা হবে।
চুক্তিতে বলা হয়, বন্দীদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের স্বজনরা কোনো বই দিলে সেটা কারাগারে নেয়া যাবে। এছাড়া বন্দীদের সেলে একটি অতিরিক্ত নিউজ চ্যানেল চালাতে দিতেও ইসরাইলি কারা কর্তৃপক্ষ সম্মত হয়।
উল্লেখ্য, হামাস বন্দীদের বিভিন্ন কারাগারে ঢালাওভাবে বদলির সিদ্ধান্ত এবং তাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বন্দীরা গত সপ্তাহে অনশন শুরু করে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ