
ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিস্তিনি বন্দিরা তিনটি প্রধান কারাগারে আটক রয়েছে। কিন্তু কারগারগুলোর অবস্থা ও পরিবেশ এবং আনুষঙ্গিক বিষয়াদি এতটাই নাজুক ছিল যাতে অবস্থান করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে বন্দিরা দাবি আদায়ে অনশনে নামে।
শেষ পর্যন্ত ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ রবিবার তাদের দাবি মেনে নেয়ায় বন্দীরা অনশন ভেঙেছেন।
ইসরায়েল সরকার অনশনরত এই বন্দিদের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে।চুক্তিগুলোর মধ্যে রয়েছে, বন্দীদের নগ্ন করে দেহতল্লাশি করা হবে না, নাফহা কারাগারের পরিবেশ উন্নত করা হবে, বিশেষ করে প্রতি সেলে বন্দীর সংখ্যা কমানো হবে।
চুক্তিতে আরো রয়েছে, হামাস বন্দীদের সর্বোচ্চ সংস্থার প্রধান মোহাম্মদ এরমান এবং বদলি হওয়া অন্য বন্দীদের তিন মাসের মধ্যে নাফহা কারাগারে ফিরিয়ে আনা হবে। এছাড়া যেসব বন্দী অন্য কারাগারে বদলি হতে চায় তাদের আবেদনও গ্রহণ করা হবে।
আরো পড়ুন : ইসরায়েলের কারাগারে না খেয়ে ৫২ দিন
চুক্তিতে বলা হয়, বন্দীদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের স্বজনরা কোনো বই দিলে সেটা কারাগারে নেয়া যাবে। এছাড়া বন্দীদের সেলে একটি অতিরিক্ত নিউজ চ্যানেল চালাতে দিতেও ইসরাইলি কারা কর্তৃপক্ষ সম্মত হয়।
উল্লেখ্য, হামাস বন্দীদের বিভিন্ন কারাগারে ঢালাওভাবে বদলির সিদ্ধান্ত এবং তাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বন্দীরা গত সপ্তাহে অনশন শুরু করে।
আরআর