শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

দাবি মানল ইসরায়েল, অনশন ভাঙলো ৪০০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israelআওয়ার ইসলাম: ইসরায়েলের কারাগারে বন্দি ৪০০ ফিলিস্তিনি আজ অনশন ভেঙেছে। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে অনশন করছিল। গতকাল এক রিপোর্টে এই অনশন আরো বাড়ার কথা জানা গিয়েছিল। তবে  ইসরায়ের সরকারের বিপক্ষে শেষ পর্যন্ত জয় হলো এসব ফিলিস্তিনির।
ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিস্তিনি বন্দিরা তিনটি প্রধান কারাগারে আটক রয়েছে। কিন্তু কারগারগুলোর অবস্থা ও পরিবেশ এবং আনুষঙ্গিক বিষয়াদি এতটাই নাজুক ছিল যাতে অবস্থান করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে বন্দিরা দাবি আদায়ে অনশনে নামে।
শেষ পর্যন্ত ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ রবিবার তাদের দাবি মেনে নেয়ায় বন্দীরা অনশন ভেঙেছেন।
ইসরায়েল সরকার অনশনরত এই বন্দিদের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে।চুক্তিগুলোর মধ্যে রয়েছে, বন্দীদের নগ্ন করে দেহতল্লাশি করা হবে না, নাফহা কারাগারের পরিবেশ উন্নত করা হবে, বিশেষ করে প্রতি সেলে বন্দীর সংখ্যা কমানো হবে।
চুক্তিতে আরো রয়েছে, হামাস বন্দীদের সর্বোচ্চ সংস্থার প্রধান মোহাম্মদ এরমান এবং বদলি হওয়া অন্য বন্দীদের তিন মাসের মধ্যে নাফহা কারাগারে ফিরিয়ে  আনা হবে। এছাড়া যেসব বন্দী অন্য কারাগারে বদলি হতে চায় তাদের আবেদনও গ্রহণ করা হবে।
চুক্তিতে বলা হয়, বন্দীদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের স্বজনরা কোনো বই দিলে সেটা কারাগারে নেয়া যাবে। এছাড়া বন্দীদের সেলে একটি অতিরিক্ত নিউজ চ্যানেল চালাতে দিতেও ইসরাইলি কারা কর্তৃপক্ষ সম্মত হয়।
উল্লেখ্য, হামাস বন্দীদের বিভিন্ন কারাগারে ঢালাওভাবে বদলির সিদ্ধান্ত এবং তাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বন্দীরা গত সপ্তাহে অনশন শুরু করে।
আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ