রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

বাংলাদেশে আসছেন মুফতি ইবরাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_ibrahim_afriqiমোস্তফা ওয়াদুদ : শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া রহ.-এর খলীফা ও মুফতীয়ে আজম মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন শায়খুল মাশায়েখ মাওলানা ইবরাহিম আফ্রিকী বাংলাদেশ সফরে আসছেন।

আগামী ৩০ মার্চ তিনি বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। টানা ১১ দিনের সফর শেষে তিনি দেশে ফিরে যাবেন ৯ মার্চ।

বাংলাদেশে অবস্থানের সময় তিনি প্রতিনিদিনই বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। জেনে রাখুন তার প্রোগ্রামসূচি।

৩০/৩/২০১৭: (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ। আল্লাম নূর হোসাইন কাসেমী প্রতিষ্ঠিত সোবহানিয়া মাদরাসায় অবস্থান ও বাদ আছর বয়ান।

ঐদিন দক্ষিণখান, লঞ্জনীপাড়া, মাহমূদিয়া মাদরাসায় (আশিয়ান সিটি কেন্দ্রীয় জামে মসজিদ) ইসলাহী জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

৩১/৩/২০১৭ (শুক্রবার) সকালে যিকিরের মজলিস। নবাবগঞ্জ সোনাহাজরা মাদরাসা মসজিদে জুমার নামায। বাদ মাগরিব টিকরপুর (নবাবগঞ্জ) জামেয়া মাহমূদিয়া মাদরাসায় ইসলাহী জোড়ে বয়ান ও রাত্রী যাপন।

১/৪/২০১৭ (শনিবার) সকালে যিকিরের মজলিস। ‘আল মাহমূদ কিন্ডার গার্ডেন’-এর ছাত্রদের প্রদর্শনী। ৩.৩০ মিনিটে বের হয়ে শ্রীনগর বালাশুর হযরত মাওলানা ইউনুস সাহেব-এর মাদরাসায় দোয়া। মধুপর পীর সাহেব-এর মাদরাসায় মুলাকাত। সৈয়েদপুর সিরাজদিখান জামেয়া ইমদাদিয়া মাদরাসায় খতমে বুখারী। ধানমন্ডি হাফেজ কমর সাহেব-এর বাসায় মুলাকাত। বারিধারা মাদরাসায় রাত্রি যাপন।

২/৪/২০১৭ (রবিবার) সকালে যিকিরের মজলিস। সকাল ৯.৩০ বিমানে সৈয়েদপুর। সৈয়েদপুর থেকে রংপুর বারো আউলিয়া মাদরসায় বয়ান ও যোহরের নামায। বিকাল ৩-৪ টায় বগুড়া জামিল মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা। পথিমধ্যে জামতলা মদীনাতুল উলূম মাদরাসায় দোয়া। বগুড়া জামিল মাদরাসায় বয়ান ও রাত্রি যাপন।

৩/৪/২০১৭ (সোমবার) সকালে যিকিরের মজলিস। বগুড়া জামিল মাদরাসা থেকে বিকাল ৩.৩০ বের হয়ে টাংগাইল হাজী আব্দুল খালেক সাহেব-এর মাদরাসায় দোয়া। শ্রীপুর হাজী আব্দুস সাত্তার কওমী মাদরাসায় বয়ান ও রাত্রি যাপন।

৪/৪/২০১৭ (মঙ্গলবার) সকালে যিকিরের মজলিস। গাজীপুর হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব-এর মাদরাসায় মুলাকাত। দুপুরে মিরপুর ডিওএইচএস জনাব ওজায়ের সাহেব-এর বাসায় অবস্থান। বাদ আছর পূর্ব কাজীপাড়া বায়তুল মামুর জামে মসজিদ ও দারুল উলূম ইবরাহিমীয়া মাদরাসায় বয়ান। বারিধারা মাদরাসায় ইসলাহী জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

৫/৪/২০১৭ (বুধবার) বসুন্ধরা আযম সাহেবের বাসায় সকালে যিকিরের মজলিস। সকাল ৯.৩০ মিনিটে বের হয়ে নরসিংদী দত্তপাড়া মাদরাসায় বয়ান। ভৈরব দারুল উলূম মাহমূদিয়া মাদরাসায় দোয়া বি-বাড়িয়া জামেয়া ফারুকিয়া ইসলামিয়া শরাইল মাদরাসায় বয়ান ও যোহরের নামায। কুমিল্লা মাহমূদনগর মাহমূদিয়া মাদরাসায় ইসলাহী জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

৬/৪/২০১৭ (বৃহস্পতিবার) সকালে যিকিরের মজলিস। গজারিয়া মাহমূদবাগ আনারপুরা জামেয়া ফারুকিয়া রওজাতুল উলূম মাদরাসা হয়ে সাইনবোর্ড। পথে হযরত মাওলানা জুনায়েদ সাহেব-এর মাদরাসায় দোয়া। জামেয়া ইবরাহিমিয়া সাইনবোর্ডে অবস্থান। বাদ মাগরিব ইসলাহী জোড়ে বয়ান, রাত্রি যাপন।

৭/৪/২০১৭ (শুক্রবার) সকালে যিকিরের মজলিস। মানিকনগর মাদরাসায় জুমা ও খতমে বুখারী। মাওলানা ইসমাঈল সাহেব-এর মাদরাসায় দোয়া। মাওলানা আতাউর রহমান সাহেব-এর মাদরাসায় দোয়া। খিলগাও আনসার কোয়াটার মুফতী বুরহান সাহেব-এর মসজিদে আছরের নামায। রাত ৮ টায় সদরঘাট থেকে লঞ্চে বরিশাল।

৮/৪/২০১৭ (শনিবার) বরিশাল প্রোগ্রাম। রাত ৮টায় লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।

৯/৪/২০১৭ (রবিবার) সদরঘাট থেকে হাজী সিরাজ সাহেব-এর বাসায় সাক্ষাৎ। বারিধারা মাদরাসায় অবস্থান। বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ