শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬


মঙ্গলবার সারাদেশে জামায়াত‌ের ব‌িক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াত‌ে ইসলাম‌ীর অন্যতম শীর্ষন‌েতা দ‌েলাওয়ার হ‌োসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড‌ের ব‌িরুদ্ধ‌ে করা রিভিউ আব‌েদন খারিজ করে দ‌েওয়ায় আগামীকাল মঙ্গলবার সারাদ‌েশে 'শান্ত‌িপূর্ণ ব‌িক্ষোভ কর্মসূচ‌ি' দ‌িয়েছে দলট‌ি।

আজ স‌োমবার এক যৌথ ব‌িবৃত‌িতে এ কর্মসূচ‌ি ঘোষণা করেন জামায়াত‌ের আম‌ির মকবুল আহমাদ ও স‌েক্র‌েটারি জেনারেল ডা. শফ‌িকুর রহমান।

ব‌িবৃত‌িতে দে‌লাওয়ার হ‌োসাইন সাঈদীক‌ে ন‌ির্দোষ দাব‌ি করে তার মুক্তির দাব‌ি জানান তারা।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আগের রায় বহাল রেখে আজ সোমবার রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে আদালত


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ