বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট শিমুলিয়া-কাঁঠালবাড়ি (মাওয়া) নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রচণ্ড স্রোত ও ডুবোচরের কারণে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ সোবারবার সকাল থেকে এই রুটে নৌ চলাচল  বন্ধ হয়ে যায়। এদিকে রবিবার ভোর পৌনে ৫টায় ২২টি যান নিযে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন লৌহজং টার্ণিংয়ে আটকা পড়ে।
এরপর একে একে ডুবোচরে আটকা পড়ে রোরো ফেরি শাহ মখদুম, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া, ডাম্প ফেরি রায়পুরা। উদ্ধারকারী জাহাজ আইটি ৯০ ও ৯১ দীর্ঘ চেষ্টার পার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফেরি শাহমখদুম, ক্যামেলিয়া ও রায়পুরাকে উদ্ধার করতে পারলেও এখনও আটকে আছে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
আজ ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দু’পাড়েই পরাপারারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন বাড়ছে। উভয় পাড়ে আটকে পড়েছে ৪ শতাধিক যান। সৃষ্টি হয়েছে যানযট। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
বিআইডব্লিউটিসি’র সহকারী জেনারেল ম্যানেজার শাহ নেওয়াজ খালিদ জানান, আটকাপড়া ফেরিটি উদ্ধারে দুইটি জাহাজ কাজ করছে।
সপ্তাহ খানেক ধরে ডুবো চরে এবং ঘূর্ণিস্রোতে এই রুটে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
গত শুক্রবার তারা ঘটনাস্থলে সার্ভে করে গেছেন। কিন্তু এখনও তারা রির্পোট দেয়নি। বিআইডব্লিউটিসি থেকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এছাড়া প্রবলস্রোতে পুরনো ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। তিনি আরও বলেন, লৌহজং চ্যানেলের যে অবস্থা এখনই যদি বিকল্প চ্যানেলের ব্যবস্থা করা না হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ