বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

কামরাঙ্গীরচরে মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত বাতিল করতে হবে; মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাইকোর্টের রায় অনুযায়ী নদীর পিলার থেকে অনেক দূরে থাকার পরেও নিয়ম ভঙ্গ করে কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ এলাকার আল-আকসা ও নূর জাহান নামক দুটি জামে মসজিদ বি আই ডাব্লিউ টি এ কর্তৃক ভেঙ্গে ফেলার নোটিশ দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মাহসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্যানুসারে গত বছর ১৫ ডিসেম্বর বি আই ডিব্লিউ টি এ উলে­খিত মসজিদ দুটি ভেঙ্গে ফেলার নোটিশ দেয় এবং গত সপ্তাহ থেকে মসজিদ দুটি ভেঙ্গে দেওয়ার জন্য মাইকিংও শুরু করে। বি আই ডাব্লিউ টি এ এর এই সিদ্ধান্ত ২০০৯ সালে হাইকোর্টোর দেওয়া রায়ের সম্পূর্ণ বিরোধী।

মাওলানা আফেন্দী বলেন, মসজিদ আল্লাহর ঘর। দীর্ঘদিন যাবত এলাকাবাসী উক্ত মসজিদ দুটি আবাদ করে আসছেন। স্বাভাবিক কারণে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা বি আই ডব্লিউ টি এ এর এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। এদেশের সমস্ত ইমাম খতীব মু-আজ্জিন সহ সকল মুসলমান এ জাতীয় পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক।

আমরা সরকারসহ সংশ্লিষ্ট সকলের নিকট উক্ত অযৌক্তিক সিদ্ধান্তটি প্রত্যাহার করা এবং মসজিদ রক্ষায় স্থানীয় মুসলিম জনতার দাবী মেনে নেওয়ার জোর দাবী জানাচ্ছি। তিনি বলেন, মসজিদ ভেঙ্গেফেলার এসব চক্রান্ত প্রতিহত করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।

তিনি বলেন, মন্দির বাঁচানেরা জন্য যদি রোড বাইপাস করা যায়, তাহলে ৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে মসজিদ রক্ষায় সড়ক ও উন্নয়ন বাইপাস করতে হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ