বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পাকিস্তান হাদিস বিশ্বকোষ ‘আল-মুদাওয়ানা আল-জামিয়া’র অন্যতম রচয়িতা মুফতি মাহমুদ হাসান  অবিলম্বে ইসলামবিদ্বেষী নারী কমিশন বাতিল করুন : খেলাফত মজলিস নারী কমিশন বিলুপ্তির দাবি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক কাশ্মীরিদের শত্রু হিসেবে না দেখার আহ্বান মুখ্যমন্ত্রী আব্দুল্লাহর

আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসার ইঙ্গিত সৌদি জোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাতারের ওপর অবরোধ দেয়া সৌদি আরবসহ চারটি দেশ দোহাভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসতে পারে।

সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় জাতীয় পরিষদ বিষয়ক মন্ত্রী নুরা আল-কাবি।

বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে টাইমসকে আল-কাবি বলেন, তাঁর দেশ আরব আমিরাত আল জাজিরার ‘মৌলিক পরিবর্তন ও পুনর্গঠন’ চায়। তবে চ্যানেলটি বন্ধের পক্ষে নন তাঁরা।

‘এই চ্যানেলের কর্মীরা তাঁদের চাকরি টিকিয়ে রাখতে পারবে এবং কাতার এখনো একটি টিভি চ্যানেল চালাতে পারে। তবে এমন কোনো চ্যানেল চালাতে পারে না, যা চরমপন্থীদের প্ল্যাটফর্ম এবং ইংরেজি চ্যানেলটি উগ্রপন্থী আরবদের রক্ষাব্যুহ’, বলেন আমিরাতের মন্ত্রী।

কাতারের প্রতি আস্থা রাখতে পারছে না আরব জোট

আল-কাবি বলেন, সৌদির নেতৃত্বাধীন দেশগুলো কাতারের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধান চাই। আমরা এই সংকট বাড়াতে চাইছি না।’

সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে গত ৫ জুন কাতারকে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ দেয় সৌদির নেতৃত্বাধীন চারটি দেশ। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরো কয়েকটি দেশ।

অবরোধ উঠিয়ে নেওয়ার শর্ত হিসেবে কাতারকে ১৩টি শর্ত দেয় চার দেশ। এর মধ্যে ছিল আল জাজিরা বন্ধ করা, মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড, ফিলিস্তিনের গাজার শাসক দল হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ও তাদের মিত্র মিসরের উল্লিখিত দাবিগুলো আমলযোগ্য নয় বলে মন্তব্য করে প্রত্যাখ্যান করে আসছে কাতার। এর পর চার আরব দেশের মন্ত্রীরা একাধিকবার বৈঠক করেও এই সংকটের কোনো সুরাহা করতে পারেননি। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চার দিনের মধ্যপ্রাচ্য সফরেও আলোর মুখ দেখা যায়নি।

সূত্র- এনটিভি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ