বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

মিয়ানমারকে দেয়া বাণিজ্য সুবিধা বাতিলের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারকে দেয়া বাণিজ্য সুবিধা বাতিলের আহবান জানিয়েছে দেশের ৬টি শ্রমিক সংগঠনের নেতারা।

তারা বলেছে, অবিলম্বে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যার সমাধান না করলে মিয়ানমারকে দেওয়া বাণিজ্য সুবিধা বাতিল করা হোক।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ছয়টি শ্রমিক ফেডারেশনের নেতারা এ আহবান জানান।

'রোহিঙ্গাদের রক্ষা কর, সহযোগিতা কর, মিয়ানমারের সকল বাণিজ্য সুবিধা বন্ধ কর' স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

এ সময় সভাপতির বক্তব্যে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, মিয়ানমারে গণহত্যা বন্ধ ও চলমান সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মিয়ানমারকে দেয়া সব বাণিজ্য সুবিধা বাতিল করতে হবে।

মিয়ানমারে তৈরি পণ্যসামগ্রী বর্জন করার পাশাপাশি বিভিন্ন দেশের বায়ার ও ব্র্যান্ডগুলোকে মিয়ানমারে তৈরি গার্মেন্ট সামগ্রী কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল আহসান, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে শতাধিক গার্মেন্ট শ্রমিক-কর্মচারী একটি পতাকা মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ