শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


রোহিঙ্গাদের কারণে পরিবেশগত কোনো ক্ষতি হয় নি: পরিবেশ ও বন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মন্জু বলেছেন,  ‘রোহিঙ্গাদের কারণে পরিবেশগত তেমন কোনও ক্ষতি হয়নি। সামান্য ক্ষতি হলেও মানবিক বিবেচনায় তা মেনে নিতে হবে।’

আজ বুধবার উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আংশিক ক্ষতি হলেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য সরকার সবকিছুই করবে।’

তিন হাজার একর বনভূমিতে সংকুলান না হলে প্রয়োজনে ১০ হাজার একর বনভূমি রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গাদের জন্য পরিবেশ, দেশ, জনগণ ও বনভূমির ‘সামান্য ক্ষতি’ হলেও তা মানবিক কারণে মেনে নিতে হবে বলে জানান মন্ত্রী।

এরপর মন্ত্রী উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পরিদর্শন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ