বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলায় এ নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয় দফায় পরোয়ানা জারি করা হলো।

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী পিপি আলাউদ্দিন খাঁন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ সময় বাদী আদালতে উপস্থিত ছিলেন। মামলার দুই আসামির মধ্যে সনাতন উল্লাস আদালতে হাজির থাকলেও ইমরান অনুপস্থিত ছিলেন।

তার পক্ষে সময়ের আবেদন করা হয়। বিচারক তা নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন।

আলাউদ্দিন খাঁন আরো বলেন, আদালতে ধার্য তারিখে তিনি আসেন না। ওয়ারেন্ট হলে পরের দিন জামিন নেন।

মামলার ধার্য আগের তারিখেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরের দিন তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

তিনি বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণের আন্দোলনের সূচনায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর আহ্বায়কের দায়িত্ব নেন ইমরান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ