শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

অবশেষে ঢাবি ভিসি’র বাংলো ছেড়েছেন আরেফিন সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাংলো ছেড়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রবিবার (৪ ফেব্রুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলো থেকে বিদায় নেন।

তবে এখন থেকে তিনি প্রভোস্ট কমপ্লেক্সের সপ্তম তলায় সপরিবারে থাকবেন। এটি বরাদ্দ পেয়েছেন তিনি।

রবিবার বিকাল ৪টায় ভিসি ভবনটি ঢাবির এস্টেট অফিসকে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বুঝিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস। এ সময় তাকে ভিসি ভবনে কর্মরত কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিদায় জানান।

২০০৯ সালের ১৭ জানুয়ারি সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পূর্ণ মেয়াদে দায়িত্বে থেকে ২০১৩ সালে ফের উপাচার্য নির্বাচিত হন তিনি। নির্বাচিত উপাচার্য হিসেবে তার মেয়াদ শেষ হয় গত বছরের ২৪ আগস্ট।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ‘সম্পূর্ণ সাময়িক’ ভিত্তিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেন ঢাবি আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর দুই দিন পর ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরপর প্রায় ৬ মাস কেটেগেরেও তিনি নিয়মানুযায়ী দায়িত্ব পালনকালীন উপাচার্যকে ভিসি’র জন্য বরাদ্দ বাংলো বুঝিয়ে দেননি আরেফিন সিদ্দিক ৷এ কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ