শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারস্থ এনসিপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আজ (২২ মে, বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চামড়াশিল্প রক্ষা কমিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চামড়াশিল্প রক্ষা কমিটির পক্ষ থেকে চামড়ার ন্যায্য মূল্য ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়। এনসিপি'র পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম উক্ত প্রস্তাবনার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল:

১. প্রতি বছর চামড়ার সরকার নির্ধারিত ন্যূনতম মূল্য ঘোষণার সময়সীমা ঈদের কমপক্ষে ১৫ দিন পূর্বে নির্ধারণ করতে হবে।
২. সারা দেশে চামড়া সংগ্রহ ও বিক্রয়ের জন্য নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণ করে সরকারি তদারকি নিশ্চিত করতে হবে।
৩. চামড়া সংরক্ষণের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি পর্যাপ্ত লবণ ও হিমাগারের ব্যবস্থা করতে হবে।
৪. দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে স্থানীয় প্রশাসন, আঞ্চলিক চামড়া ব্যবসায়ী সমিতি ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করতে হবে।
৫. মাদরাসা ও এতিমখানাসমূহকে সরাসরি চামড়া বিক্রয়ের সুযোগ ও সুবিধা প্রদান করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগী ছাড়া তারা সরাসরি চামড়া বিক্রি করতে পারে।
৬. চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের জন্য প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
৭. দেশের বড় বড় ট্যানারিগুলোকে সরকারি নির্দেশনার আলোকে চামড়া সংগ্রহে ন্যায্য ও স্বচ্ছ নিয়মে অংশগ্রহণে বাধ্য করতে হবে।
৮. চামড়া পাচার ও অবৈধ রপ্তানি বন্ধে কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি বৃদ্ধি করতে হবে।
৯. কুরবানির সময় বিশেষ হটলাইন চালু করে চামড়া সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১০. মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পক্ষে সংগঠিত হয়ে একটি জাতীয় 'চামড়া ব্যবস্থাপনা বোর্ড' গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় এনসিপি'র পক্ষে উপস্থিত ছিলেন এনসিপি'র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রিফাত রশীদ এবং সংগঠক মাওলানা সানাউল্লাহ খান।

চামড়াশিল্প রক্ষা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ'র সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, যুগ্ম আহবায়ক ড. শহীদুল ইসলাম ফারুকী, সদস্য সচিব মুফতি আফজাল হুসাইন, প্রধান সমন্বয়কারী মুফতি আফম আকরাম হুসাইন, বিভাগীয় সমন্বয়কারী মুফতি সুলতান আহমাদ, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মামুন চৌধুরী, মুফতি আল আমিন, মুফতি সাইফুল্লাহ নোমানী, মুফতি সালিমুল্লাহ খান, মুফতি শোআইব আহমদ, মুফতি ইসমাইল হাবিবী, মাওলানা কামাল উদ্দীন নোমানী এবং অধ্যাপক মহব্বত হুসাইন প্রমুখ।

সূত্র জানিয়েছে, দাবী আদায়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে চামড়া শিল্প রক্ষা কমিটির মতবিনিময় অব্যাহত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ