আওয়ার ইসলাম : লন্ডনের কিংস্টনব্রিজ এলাকায় একটি অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের শতাধিক কর্মী। বিবিসি জানায়, বিকাল ৪টার দিকে মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, পাঁচ তারকা বিশিষ্ট মান্দারিন অরিয়েন্টাল হোটেলে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই দৃশ্য।
পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ১২০ জন কর্মী ২০টি গাড়ি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। আগুন লাগার পর হোটেল সংলগ্ন এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়। তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।
সম্প্রতি ১১৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয়ে হোটলটি সংস্কার করা হয়েছে। হোটেলটি বর্তমানে বিশ্বের অন্যতম ঐতিহাসিক হোটেলগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন দেশের নেতা ও তারকা ব্যক্তিত্বরা যুক্তরাজ্য সফরকালে বিলাসবহুল এ হোটেলটিতে উঠে থাকেন। তবে ঘটনার সময় সেখানে কী পরিমাণ অতিথি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।সূত্র: বিবিসি
আরও পড়ুন : পরীবাগে বিদ্যুৎ অফিসের আগুন নিয়ন্ত্রণে