বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

‘ইউনাইটেডে খালেদাকে ভর্তি করা হলে চিকিৎসা ব্যয় বিএনপি বহন করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসার ব্যয় দল বহন করবে।

এ দাবি জানিয়ে দলটি আজ সরকারের প্রতি এ অনুরোধ জানায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়াকে বিএমএসে চিকিৎসা নিতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বেগম জিয়াকে ইউনাইটিড হাসপাতালে ভর্তির আবেদন জানান। একই সঙ্গে তিনি চিকিৎসার খরচ দল বহন করবেন বলেও জানিয়েছেন।

মোশাররফ বলেন, আমরা দেশনেত্রীর উপযুক্ত চিকিৎসা চাই বলেই আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সরকারকে জানাতে চাই যে প্রয়োজনে এই চিকিৎসার সমুদয় ব্যয় আমাদের দল বহন করবে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দুবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা এবং এমআরআইসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করানোর দাবি করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অথচ বাস্তবে কিছুই করা হয়নি।

কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হলে খরচ কে বহন করবে এ সমস্যা সামনে আসবে বলেই এ বিষয়ে এই নেতা খরচের বিষয়টি আগেই পরিস্কার করেন বলে জানান সংবাদ সম্মেলনে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ