বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

ভারতে ফিরছে জাকির নায়েক: এনডিটিভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েক মালয়েশিয়া থেকে ভারতে ফিরবে বলে মালয়েশিয়ার একটি সূত্র মঙ্গলবার সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছে।

২০১৬ সালে ঢাকার গুলশানে ‘হলি আর্টিজানে’ হামলাকারী জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে।

তার পরেই ভারত ত্যাগ করেন এবং মালয়েশিয়ার পুত্রযায়ায় বসবাস শুরু করেন তিনি। এখন ভারতে গ্রেফতার হয়ে আসছেন নাকি সেচ্চায় আসছেন এটা এখনো জানা যায়নি।

মালয়েশিয়ার সরকারি একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, জাকির নায়েক বুধবার ভারতের উদ্দেশ্যে মালয়শিয়া ত্যাগ করবে।

এর আগে তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ দিতে না পাড়ার কারণে রেড কর্নার নোটিশ জারির আর্জি খারিজ করে দিয়েছে ইন্টারপোল।

ফলে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা খেতে হয়েছিলো ভারত সরকারকে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জাকির নায়েক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে।

২০১৬ সালের নভেম্বর মাসে ইউএপিএ ও ফৌজদারি দণ্ডবিধির নানা ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এনআইএ।

তার স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকেও নিষিদ্ধ করা হয়। এছাড়া তার নিয়ন্ত্রণে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও জব্দ করা হয়। ভারত, বাংলাদেশ, কানাডা, ব্রিটেনে নিষিদ্ধ হয়েছে জাকিরের টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি’।

সূত্র: এনডিটিভি

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ