বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

শীঘ্রই ভারত ফিরছেন না জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতীয় ধর্মপ্রচারক, বক্তা ও লেখক ডা. জাকির নায়েক ভারত আসছেন বলে জানিয়েছিলেন মালয়েশিয়া সরকারের এক কর্মকর্তা। আজ বুধবার রাতে এক ফ্লাইটে জাকির নায়েক মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরবেন বলে জানান তিনি।

কিন্তু এ সংবাদকে ভিত্তিহীন বলে দাবী করেছেন জাকির নায়েক ।তিনি শ্রীঘ্রই ভারতে ফিরছেন না। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

জাকির নায়েক এক বিবৃতির মাধ্যমে বলেন, ‘আমার ভারতে আসার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ‘যতক্ষণ পর্যন্ত আমি ন্যায়বিচারের নিশ্চয়তা না পাব, ততক্ষণ ভারতে ফেরার কোনো পরিকল্পনা নেই। যখন আমি মনে করব, ভারত সরকার আমার প্রতি ন্যায়বিচার করবে তখন আমি অবশ্যই জন্মভূমিতে ফিরে যাব।’।

ঢাকায় হলি আর্টিজানে জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে জাকির নায়েকের লেকচারের মাধ্যমে কয়েকজন জঙ্গি অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর ভারত সরকার নায়েকের বিরুদ্ধে তদন্তে নামে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়েক। মালয়েশিয়ার পুত্রজায়ায় তিনি বসবাস করছেন। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে।

জাকির নায়েকের বিরুদ্ধে প্রথমে অভিযোগ, পিস টিভিতে উস্কানিমূলক ধর্মীয় বক্তৃতা দিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম তরুণদের আইএসের প্রতি অনুপ্রাণিত করা। পরে তার বিরুদ্ধে কালো টাকা সাদা করাসহ আরও নানা অভিযোগ আনে এনঅাইএ’র মতো সরকারি সংস্থা।

আরও পড়ুন : ভারতে ফিরছে জাকির নায়েক: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ