শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন" সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা ‘আল্লামা সুলতান যওক শুধু ব্যক্তি নন, ছিলেন প্রতিষ্ঠানের চেয়ে বেশি কিছু’

আলিম পরীক্ষায় বেড়েছে পাসের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গেল বছর ছিল ৭৭ দশমিক ০২ শতাংশ। ফলে পাশের হার বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।

এবার মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছিল ৯ লাখ ৭৭ হাজার ৯৩ জন, এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। যা গতবছর ছিল ১ হাজার ৮১৫ জন। ফলে জিপিএ-৫ কমেছে ৫৭১ জন।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে এবার সারাদেশে পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৮ জন। পাসের গড় হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এখানেও পাসের হার কমেছে। এবারের জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ২৪২ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৮৯ হাজার ৮৯ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৫০ শতাংশ।

চলতি বছর ২ এপ্রিল থেকে ১৩ মে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৪ থেকে ২৩ মে নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা।

সারাদেশে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ