বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে তিন দিন করে ছুটি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ

আল্লামা মাহমুদুল হাসানের কাছে হাজার ছাত্রের বায়াত গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ আবদুল্লাহ: ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও গুলাশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসানের কাছে জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় অধ্যয়নরত দাওরায়ে হাদীসের প্রায় এক হাজার ছাত্র বায়াত হয়েছেন।

গতকাল ৩১ জুলাই মঙ্গলবার রাত ৯টায় বুখারি শরিফের দরস শেষে তিনি ছাত্রদের বায়াত করেন।

আল্লামা মাহমুদুল হাসান কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া এই ৪ তরিকায় বায়াত গ্রহণ করেন।

তিনি ছাত্রদের থেকে আল্লাহ্ এক; তাঁর কোন শরিক নাই, মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল, ফেরেস্তায় ও আখেরাতে উপর পূর্ণ বিশ্বাস স্থাপনসহ শিরিক, গীবত, চুরি, হত্যা, ডাকাতি, মিথ্যাকথা ও ব্যভিচারসহ সকল প্রকার কবীরা-ছগীরা গুনাহ থেকে বিরত থাকার এবং নামায, রোজা পলনসহ হজ্ব, যাকাত ও জিহাদ ফরজ হলে এগুলো পালনের অঙ্গীকার নেন।

এসময় বায়াত মজলিসে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার শিক্ষা সচিব আল্লামা আহমদ ঈসা, যাত্রাবাড়ি মাদরাসার দাওরায়ে হাদীসের প্রায় ১৬শ ছাত্র ও মাদরাসার অন্যান্য ক্লাসের ছাত্রবৃন্দ।

গত দু'দিন আগে বায়াত হতে আগ্রহী দাওরায়ে হাদিসের প্রায় এক হাজার ছাত্র নিজ নিজ স্বাক্ষরসহ একটি আবেদনপত্র জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার শিক্ষা সচিব আল্লামা আহমদ ঈসা সাহেবের মাধ্যমে আল্লামা মাহমুদুল হাসানের কাছে পেশ করেন। অতঃপর তিনি আবেদনপত্র মঞ্জুর করে ছাত্রদের বায়াত গ্রহণ করেন।

তাবলিগ বিষয়ে নতুন সিদ্ধান্তে মাযাহিরে উলুম সাহরানপুর

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ