বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২

রাজশাহীতে মাদকের প্রতিবাদ করায় প্রাণ হারালো যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে অব্যাহত মাদকবিরোধী অভিযানের মধ্যে রাজশাহীতে মাদক সেবনের প্রতিবাদ করায় আবদুর রাজ্জাক (৩০)নামের যুবককে পিটিয়ে জখম করা হয়।

শুক্রবার সকালে চিকিৎসাধিন অবস্থায় রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর আগে যারা তাকে পিটিয়ে জখম করেছিল তাদের নাম জানিয়ে গেছে বলে জানান চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির।

নিহত আবদুর রাজ্জাক শিরোইল কলোনির হাজরা পুকুর এলাকার ইসলামের ছেলে। রাজ্জাক ভাংড়ির ব্যবসা করতেন। নিহত রাজ্জাকের ছোট ভাই শাহিন জানান, গত ৬ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে চা খাওয়ার জন্য তার ভাই রাজ্জাককে ডেকে নিয়ে যাওয়া হয়।

একই এলাকার মানিক খায়রুল সুমন জ্যাকি মোহন রাসেল ও মাসুম। পরে তারা কলোনির হাজরা পুকুর এলাকায় জিয়াই পাইপ ও রড দিয়ে পিঠিয়ে জখ করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে টহল পুলিশ গিয়ে আবদুর রাজ্জাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে ভর্তি করে। শাহিন বলেন, রাজ্জাক যাদের নাম বলেছে তারা এলাকায় মাদকসেবন করেন। প্রতিদিন তারা এলাকায় মাদকের আসর বসাতো। রাজ্জাক এলাকায় এ ধরণের মাদক সেবনের আসর বসাতে নিষেধ করে।

আবারো আসর বসালে র‌্যাবকে খবর দেওয়ার হুমকি দেয়। এর জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয় বলে দাবি করেন শাহিন।

ওসি হুমায়ুন কবির বলেন, আবদুর রাজ্জাক মারা যাওয়ার আগে আটজনের নাম বলে গেছে। তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। এ নিয়ে আগেই থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান ওসি।

এটি/আওয়ার ইসলাম

বাড়ছে সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ