বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

মাদরাসায় চামড়া দেয়া নিয়ে প্রভাবশালী-এলাকাবাসীর বিরোধ, হামলা ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরবানির পশুর চামড়ার কম দাম নিয়ে যখন হাহাকার আর ক্ষোভ দানা বাঁধছে, তখন এই চামড়া কেনা নিয়ে বিরোধে তুলকালাম হয়ে গেল গাজীপুরের টঙ্গীতে।

জোরপূর্বক চামড়া বেচতে বাধ্য করার ঘটনায় এই বিরোধের সূত্রপাত। আর এর প্রতিক্রিয়ায় বেশ কিছু বাড়িঘর ও দোকান ভাঙচুর হয়েছে।

হামলাকারীরা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়েও আতঙ্ক তৈরি করে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মরকুন টেকপড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন কোরবানির পশুর চামড়া স্থানীয় মাদ্রাসায় দান করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। কিন্তু কমিটির এ সিদ্ধান্ত অমান্য করে মরকুন টেকপড়া এলাকার প্রভাবশালী সুজন ও বাবুল গ্রুপের লোকজন জোরপূর্বক কমদামে চামড়া কিনতে চায়।

এতে মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় মুসল্লিরা বাঁধা দিলে সুজনের পক্ষের লোকজন চাপাতি ও রামদা নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়।

শনিবার সন্ধ্যায়ও এঘটনার জের ধরে স্থানীয় এক দোকানীর সঙ্গে সুজনের পক্ষের লোকজনের মারামারি হয়। আর আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে কমপক্ষে ২০জন অস্ত্রধারী সন্ত্রাসী ও লাটিসোটা হাতে অর্ধশতাধিক লোকজন টেকপড়া কবরস্থান এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে হামলা চালায়। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে ব্যবসায়ীরা দোকানের শাটার বন্ধ করে দেয় এবং বাসাবাড়ির লোকজন মূল ফটক বন্ধ করে বাড়ির ভেতরে অবস্থান নেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ