শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

বহুল আলোচিত মার্কিন যাজক আ্যান্ড্রু ব্রানসকে মুক্তি দিল তুর্কি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশের একটি ফৌজদারী আদালত বহুল আলোচিত মার্কিন ধর্ম যাজককে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগ দোষী সাব্যস্ত করে তিন বছর এক মাস পনের দিনের কারাদন্ড দিয়েছেন।

অবশ্য আদালত আদেশে বলেন, অভিযুক্ত ইতোমধ্যে প্রায় দুই বছর কারাদন্ড ভোগ করেছেন। এবং তিনি বিচার চালাকালীন সদাচার প্রদর্শন করায় প্রায় দুই বছরই যথেষ্ঠ। তাই আদালত তাকে মুক্তির অনুমতি দিচ্ছে।

পাশাপাশি আদালত তার ওপর গৃহবন্ধিত্ব ও দেশ ত্যাগের ওপর থাকা আদেশ উঠিয়ে নেন।

যাজক আ্যান্ড্রু ব্রানসকে ২০১৬ সালের ৯ ডিসেম্বর আটক করা হয়। এবং ধর্মীয় কর্মকান্ডের আবরণে ফাতহুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন ও তুরস্করাষ্ট্রের বিরুদ্ধে সশস্র লড়াইকারী পিকেকে সহযোগিতার অভিযোগে বিচার করা হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আ্যান্ড্রু ব্রানসের আটক নিয়ে তুরস্ক ও আমেরিকার মধ্যে নজীরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয়। আমেরিকা তার মুক্তির জন্য তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধের পাশাপাশি স্বরাষ্ট ও বিচার মন্ত্রীর ওপর অবরোধ আরোপ করে ।তুরস্ক বারবার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের বিরোধিতা করে জানায়।

তুরস্কের বিচার বিভাগ স্বাধীন ;তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবেন। তাছাড়া তুরস্ক আমেরিকার ওপর অবরোধ আরোপ করে।

তুরস্কের বিচার বিভাগ হতে তাকে মুক্তির আদেশ দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটুইটে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, আ্যান্ড্রু ব্রানস দ্রুততম সময়ে তার দেশে ফিরে আসবে।
মার্কিন প্রেসিডেন্ট তার আরেক টুইটে বলেন, ব্রানসের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন।

অন্যদিকে নিউইয়ার্ক টাইমস একই দিন জানায়, মার্কিন প্রসাশন তুর্কি খালক ব্যাংকের সাবেক প্রধান হাকান আতিলাকে ব্রানসের মুক্তির পরই মুক্তি দিবে।

মার্কিন গণমাধ্যম জানায়, ব্রানসের মুক্তি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। একইভাবে এটা তুরস্ককে অত্যাধুনিক বিমান এফ৩৫ সরবরাহ ও সিরিয়ায় যৌথ ভূমিকা রাখায় বড় ধরণের ‍ভূমিকা রাখবে।

সূত্রঃ আলজাজিরা ও তুর্ক প্রেস

আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট 
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ