শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

হাতের ঘড়িতে প্রমাণ খাশোগি হত্যার! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগির স্মার্ট গড়িই তাঁর নিখোঁজ রহস্যের পথ দেখাবে বলে মনে করছে তুরস্কের তদন্তকারী দল। তারা বলছে, তুরস্কের সৌদি কনস্যুলেটে খাশোগির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অডিও রেকর্ড করেছে তারই স্মার্ট গড়ি। এর মাধ্যমে ঘটনার খুবই কাছে যাওয়া যাবে।

নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবাহতে বলা হয়েছে, জামাল খাশোগি ঘড়ির রেকর্ডার চালু করার ফলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং হত্যার মুহূর্তের অডিও রেকর্ড তার ফোন এবং আইক্লাউড উভয় জায়গায় স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে গেছে।

ওই অডিওতে কয়েক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হয়। খাশোগি কনস্যুলেটে প্রবেশের সময় তার বাগদত্তা হাতিস চেঙ্গিসের কাছে তার ফোন রেখে গিয়েছিলেন। তদন্ত কর্মকর্তরা ফোনের ভেতর ওই অডিও রেকর্ডিংগুলো পেয়েছেন।

এর আগে তুরস্কের সৌদি কনসুলেটেই যে সাংবাদিক খাশোগীকে হত্যা করা হয়েছে সেটি প্রমাণের অডিও থাকার কথা জানায় তারা। কিন্তু কোথা থেকে ওই অডিও তারা পেয়েছিল তা জানানো হয়নি। আজ তা প্রকাশের মাধ্যমে খাসোগি হত্যার বিষয়টি আরো পরিস্কার হলো।

তারা দাবি করেন, গত ২ অক্টোবর সাংবাদিক খাশোগীকে তুরস্কের সৌদি কনসুলেটেই হত্যা করা হয়েছে। সূত্রটি বলছে তাদের কাছে যে অডিও রয়েছে তা অত্যন্ত ভয়াবহ। কনসুলেটের ভেতরে জামাল খাশোগীর সঙ্গে মূলত কি ঘটেছিল তা ওই অডিও রেকর্ডিং-এ রয়েছে।

তারা বলছে, অডিওতে আরবি ভাষার কথা শোনা যাবে। এটিও শোনা যাবে যে, খাশোগীকে কিভাবে প্রশ্ন করা হয়েছে, কিভাবে তার ওপর অত্যাচার করা হয়েছে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে?

গ্লোবাল সিকিউরিটি গ্রুপের সিইও ডেভিড ক্যাটজ ওয়াশিংটন পোস্টের বরাতে আল জাজিরাকে বলেন, তুরস্কের কাছে হয়ত খাশোগীকে হত্যার অডিও রেকর্ডিং থাকতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ