বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


প্রধানমন্ত্রীকে ক্রেস্ট তুলে দিলেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউল্লাহ সামী: দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে সংসদে আইন পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

রোববার (৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসা কর্তৃপক্ষ কমিশন আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শুকরানা মাহফিলে এ সম্মাননা তুলে দেয়া হয়।

শুকরানা মাহফিলে দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং সারা দেশ থেকে আসা কয়েক লক্ষ আলেম ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে শোকরানা মাহফিলে কওমি মাদরাসার ৬ বোর্ডের চেয়ারম্যান ও শীর্ষ উলামায়ে কেরাম প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

সকাল ১০টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুকরানা মাহফিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, হাইআতুল উলইয়ার কো চেয়রম্যান আল্লামা আশরাফ আলী, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আবদুল বছির, মাওলানা আবদুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহামান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল হক, মাওলানা আবদুল কুদ্দুস, শেখ আবদুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মুফতি নুরুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মো. জয়নাল আবেদীন।

প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধি দিলেন মাওলানা রুহুল আমিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ