টঙ্গী প্রতিনিধি
লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সমাপ্ত হয়েছে গাজীপুর মহানগরের ৫১নং ওয়ার্ড ইমাম উলামা পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলন।
শনিবার (১৭ জানুয়ারি) টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি পবিত্র কুরআনের সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতের আলোকে ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে তারা তাদের ক্ষমতাকে নামাজ কায়েম করা জাকাত প্রদান করা সৎকর্মে আদেশ, অসৎ কর্মে নিষেধের কাজে প্রয়োগ করবে।’
খোলাফায়ে রাশেদীনের পক্ষে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এই ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে খোলাফায়ে রাশেদীন ক্ষমতা লাভ করে তা পৃথিবীবাসীকে বাস্তবে দেখিয়ে গেছেন।
আল্লামা মামুনুল হক বলেন, অনেকের ধারণা— আলেমগণ দেশ চালাতে পারবেন না। তিনি বলেন, আমি মোল্লাদের দেশে (আফগানিস্তানে) গিয়েছি। সেদেশের মন্ত্রী-এমপিদের সাথে বৈঠক করেছি, কথাবার্তা বলেছি। মজার ব্যাপার হলো, তাদের ৩২ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনই মাদরাসাপড়ুয়া মাওলানা সাহেব। তারা কীভাবে দেশ পরিচালনা করছেন, দেশকে উন্নতি অগ্রগতিতে কোথায় নিয়ে যাচ্ছেন বিশ্ববাসী তা অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করছে। তারা পারলে আমরা পারব না কেন? প্রশ্ন রাখেন তিনি।
মাহফিলের অন্যতম আলোচক মাওলানা আব্দুর রহিম আল মাদানী পবিত্র কুরআনের সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতের আলোকে গিবত, সমালোচনা ও পরনিন্দার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। আল্লাহপাক বলেছেন, হে মমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গোনাহ এবং কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে বস্তুত তোমরা তা ঘৃনাই কর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু।" মাওলানা মাদানী বলেন, বর্তমান সময়ে কারো সমালোচনা করা, দোষ চর্চা করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ যার দোষ চর্চা করা হয় তার গোনাহগুলো নিচের আমলনামায় চলে আসে আর নিজের নেক আমলগুলো ঐ ব্যক্তির আমলনামায় চলে যায়। মাহফিলে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা মাহমুদুল হাসান মুমতাজি, মাওলানা আব্দুর রাকিব আকন্দ এবং মাওলানা নুরুল ইসলাম গুলজারী।
মাহফিলে সভাপতিত্ব করেন, ইমাম উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আবু বকর কাসেমী। মাহফিল সঞ্চালনা করেন মুফতি মাহবুবুর রহমান নোমানী এবং মুফতি আব্দুল জলিল।
ইমাম উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নোমানী জানান, এই মাহফিল এলাকার জন্য মাইলফলক। জনগণ অধীর আগ্রহে এই মাহফিলের অপেক্ষায় থাকেন। তারা স্বতঃস্ফূর্তভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং দলে দলে যোগদান করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।
এনএইচ/