আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ভীত নড়বড়ে হয়ে গেছে, তারা পালাবার পথ খুঁজছে।
তিনি বলেছেন, এই সরকারের ভীত হল পুলিশ, দুর্নীতি। এর বাইরে কিছু নেই। আজকের সমাবেশকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে। তারপরও সব কিছু উপেক্ষা করে এতো লোক এসেছেন। এতো লোককে কি গ্রেফতার করা যাবে? গ্রেফতার করা সম্ভব? যাবেনা। তাদের ভীত গেছে। পালাবার পথ খুঁজছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার ভাষণে তিনি এসব কথা বলেন।
দেশের বিচার বিভাগ ও বিচারকরা অসুস্থ হয়ে গেছে। বিচারকদের বিচার হলেই খালেদা জিয়ার মুক্তি হবে বলেও মন্তব্য করেন তিনি।
-আরআর